মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী সোনালী ব্যাংক শাখার অফিসার মোঃ সেকেন্দার অালী’র অবসরজনিত বিদ্যায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অাজ দুপুর ২ঘটিকার সময় সোনালী ব্যাংক নাগেশ্বরী শাখায় অনুষ্ঠানটির অায়োজন করা হয়েছে। কোভিট-১৯ এর কারনে স্বল্প পরিসরে এ অনুষ্ঠানটি সম্পুন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক শরিফুল অাযম শিপন। এ ছাড়াও শাখার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অাফতাব হোসেন, মোজাফ্ফর হোসেন,জসিম উদ্দিন প্রমুখ।
অবসরজনিত বিদায়ী বক্তব্য রাখেন অফিসার মোঃ সেকেন্দার অালী। তিনি তার বক্তব্যে সহকর্মীদের প্রতি দিগনির্দেশনা মূলক অালোচনা করে দোয়া মোনাজাত করে তার বক্তব্য শেষ করেন।
পরিশেষে মোঃ সেকেন্দার অালীর হাতে বিদায়ী স্মারক প্রদান সহ উপহার সামগ্রী তুলে দেয় শাখা ব্যবস্থাপক শরিফুল অাযম সহ অন্যান্য সহকর্মীবৃন্দ।