মো: মসলেম উদ্দিন: নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাদ বেকারীতে অাগুন লেগে ব্যাপক ক্ষয়খতি হয়েছে বলে জানাগেছে।
আজ দুপুর আনুমানিক ২ঘটিকার সময় বাজার রোড সংলগ্ন কবিরের সাদ বেকরীতে অাগুন লাগে, অাগুনের সুত্রপাত এখনও বলতে পারছে না কেওই। নাগেশ্বরী ফায়ার সার্বিসের ইনচার্জ ইমন বলেন অাগুন লাগার কারন এখনও জানা যায়নি। বেকারীর মালিক কবির হোসেন বলেন প্রায় ১০-১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করে এবং দ্রুত নাগেশ্বরী ফায়ার সার্বিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীগণ আগুন নিয়ন্ত্রন করে। সংবাদ পেয়ে নাগেশ্বরী থানার পলাশ চন্দ্র (তদন্ত ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা উপস্থিত ছিলেন।