বেল্লাল হোসেন বাবু, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সদ্য খুন হওয়া শাহানুর বেগমের অসহায় শিশুদের পাশে দাঁড়িয়েছেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের মানবিক চেয়ারম্যান ডা. মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
বুধবার দিবাগত রাতে উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামের নিজ ঘরেই দুর্বৃত্তদের হাতে খুন হন চা দোকানি রাশেদ এর স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা শাহানুর বেগম। রেখে যান তাঁর নাবালক দুই ছেলে ও এক মেয়ে কে।
বৃহস্পতিবার বিকেলে শাহনূরের অসহায় তিন সন্তানকে দেখতে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো: সিদ্দিকুর রহমান পাটোয়ারী। আরো উপস্থিত ছিলেন বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ১ নং জুয়াড়ি ইউপির ১ নং ওয়ার্ড সদস্য ফেরদৌস উল আলম।
এসময় তিনি শোক সন্তপ্ত পরিবার ও অবুঝ শিশুদের মাথায় হাত রেখে সমবেদনা জানান। এছাড়াও তিনি যে কোন সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস দেন।