বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বনপাড়া পৌর শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক রাসেল আহমেদ রনি, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. আব্দুর কাদের মিয়া, বনপাড়া পৌর বিএনপির আহবায়ক অধ্যাপক এম.এ লুৎফর রহমান সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের অত্যাচার ও নিপিড়নের শিকার হয়েছেন দেশের সাধারণ মানুষ। আর এই ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। আমাদের সকলের কাঙ্খিত এই স্বাধীনতা রক্ষা করতে হবে এবং দেশের মানুষের যার যে অধিকার তা বুঝিয়ে দিতে হবে। আমরা চাই দ‚র্নীতি, ঘুষ, অত্যাচার ও অনিয়ম মুক্ত বাংলাদেশ।