নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফের কণ্যা উম্মে দৌলতুন্নেছা দিঘী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নাটোর জেলা পর্যায়ে অভিনয়ে প্রথম স্থান অধিকার করেছে। রবিবার নাটোর শিশু একাডেমীতে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় সে একক অভিনয়ে প্রথম স্থান অধিকার করে। উম্মে দৌলতুন্নেছা দিঘী চ্যানেল সিক্স এর নাটোর প্রতিনিধি ও সময় প্রতিদিনের সহ-সম্পাদক এবং বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সহ-সম্পাদক দোলোয়ার হোসেন লাইফের একমাত্র কণ্যা ও লালপুর উপজেলার ওয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দিঘী উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার পর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর সে বিভাগীয় পর্যায়ে অংশ নিবে।
সাংবাদিক কণ্যা দিঘীর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা ও সাধারণ সম্পাদক পিকে এম আব্দুল বারী সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।