নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ব্যাক্তি উদ্দোগে মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় জন প্রতিনিধি মিজানুর রহমান মিজান।
মঙ্গলবার সকালে উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাড়ির আঙ্গিনাসহ বাজারের বিভিন্ন ডোবা, নালা, অপরিষ্কার স্থানে মশক নিধন বিষ প্রয়োগের মাধ্যমে মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
কর্মসূচীর উদ্বোধন কালে মিজানুর রহমান বলেন, সারাদেশে ডেঙ্গুর মহামারি আকার ধারণ করেছে। দেশের প্রায় ১৮ টি জেলায় ডেঙ্গুর মহামারি বিরাজ করছে। তিনি আরো বলেন, আমাদের এলাকায় এখনও সরকারীভাবে মশক নিধন কার্যক্রম শুরু হয়নি, তাই নিজ এলাকার জনগনের নিরাপত্তার স্বার্থে আমি নিজ উদ্দোগেই এই মশক নিধন কর্মসূচী দিয়েছি। এবং চলমান সংকট নিরশন না হওয়া পর্যন্ত এই কর্মসূচী অব্যহত থাকবে।