মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধি,
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি ও বিক্রির দায়ে একজনকে কারাদন্ড ও তিনজন কারখানা মালিককে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় উদ্ধারকৃত বিপুল পরিমান ভেজাল খেজুরের গুড় জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে র্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলি বিশ্বাস। র্যাব-৫ নাটোর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে সেখানে বিভিন্ন কেমিক্যাল ও রং ব্যবহার করে ভেজাল খেজুরের গুড় তৈরী করতে দেখা য়ায়। এ সময় তিনটি কারখানা মালিককে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর শেখপাড়া গ্রামের আরেকটি কারখানায় অভিযান চালিয়ে মোঃ মকসেদ আলীর ছেলে, মোঃ জয়নাল (৩২)-কে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের দুই মাসের বিনাস্রম কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও ওই সকল কারখানা থেকে জব্দকৃত বিপুল পরিমান ভেজাল গুড় পুকুরের পানিতে ফেলে ধ্বংস করা হয়।