মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধিঃ
নাটোরে তথা কথিত একটি পীর পরিবারের অনৈতিক ও অসামাজিক কাজও এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রাণী বন্ধ করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের দূর্গাবাহারপুর গ্রামবাসী গ্রামের আমির আলী নামে তথা কথিত এই পীর পরিবারের বিরুদ্ধে এই বিক্ষোভ ও মানববন্ধন করে। বিভিন্ন বয়স ও শ্রেনী পেশার দুই শতাধিক সাধারণ মানুষ ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে হাতে হাত ধরে এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য গোলাপ মিয়া, সাবেক ইউপি সদস্য হযরত আলী ও আবুল বাশার,শাহীন আলী, শাহজাহান আলী, আবুল কাশেম, মোর্হরম আলী, মোঃ হানিফ আলী ও মঞ্জুর আলী। এ সময় মানববন্ধন থেকে তারা অভিযোগ করে বলেন, আমির আলী নিজেকে একজন পীর দাবী করে দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অসামাজিক ও অনৈতিক কাজ করে আসছেন। তার এসব কাজে সহায়তা করে আসছেন তারই পরিবারের সব বয়সের নারী-পুরুষ। তাদের এসব কাজের প্রতিবাদ করায় তারা প্রতিবাদকারীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছেন। এমনকি এসব মামলার হয়রানি থেকে এলাকার কিশোর বয়সের ছাত্ররাও রেহাই পায়নি। তারা আরো জানান, এর আগে এসব কাজের সাথে জড়িত থাকার অভিযোগে শালিস দরবার করেও কোন সুফল পাওয়া যায়নি। তথা কথিত পীর আমীর আলী ও তার ছেলে শাহিন আলী তাদেও অনৈতিক কাজের প্রতিবাদ করলে সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে রাখেন। এসব কারনে এলাকার সাধারন মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননা। এ ব্যাপারে দূর্গাবাহারপুর বাজারে আমির আলীর চায়ের দোকানে আমির আলী ও তার স্ত্রী-মেয়ে এবং ছেলের বউ এর সাথে কথা হয়। এ সময় আমির আলী নিজেকে একজন পীর দাবী করে বলেন, তিনি বা তার পরিবারের কেউ কোন অসামাজিক বা অনৈতিক কাজের সাথে কখনই জড়িত ছিলেন না। তার নাতনীকে ধর্ষন চেষ্টার মামলা থেকে বাঁচতেই এলাকার কয়েকজন যুবক তার পরিবারের বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছেন।