মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধি:
নাটোর শহরের কানাইখালী এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইমরান আলী (২২) নামে এক যুবক খুন হয়েছে। রবিবার রাত ৮টার দিকে শহরের কানাইখালী ব্র্যাক ব্যাংক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইমরান আলী কানাইখালী এলাকার মৃত খোরশেদ মোল্লার ছেলে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক মিঠুন সরকার ও নিহতের পরিবার জানায়, রাত ৮টার দিকে শহরের কানাইখালী ব্র্যাক ব্যাংক এলাকায় দাঁড়িয়ে ছিল ইমরান আলী। এসময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় ইমরান আলীকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে কি কারণে কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। তবে প্রত্যক্ষদর্শিদের কাছে সন্ত্রাসীদের বিবরন শুনে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশী অভিযান শুরু করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, অতিরিক্ত রক্ত ক্ষরণের জন্য ইমরানের মৃত্যু হয়েছে।