এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ”
শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” স্লোগানে নানা আয়োজনে দিনাজপুরের খানসামা উপজেলায় কমিউনিটি ক্লিনিকের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৬এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর কমিউনিটি ক্লিনিকে কেক কাটা ও সীমিত পরিসরে আলোচনা সভার মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. মিজানুর রহমান।
হোসেনপুর কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি পরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার,বীর মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র নাথ রায়, স্বাস্থ্য পরিদর্শক মজমুল সরকার, হোসেনপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোঃআঃমান্নান ও ক্লিনিকের জমিদাতা,স্বাস্থ্য কর্মীগণ,কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহীতা ও গর্ভবতী মায়েরা।
অপরদিকে এদিন দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালীর বাজার কমিউনিটি ক্লিনিকে ২১তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, কালীর বাজার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোরশেদ চৌধুরী।
উল্লেখ্য, এছাড়াও উপজেলার ১৯টি কমিউনিটি ক্লিনিকে ২১তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালন ও জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে শিশু,কিশোর ও গর্ববতী নারীদের পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হয় ।