মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠির নবগ্রামে এক বিপ্লবী নারীর নাম সবিতা। ফুটপাতে মুচির কাজ করে সংসার চালান অবিবাহিত এতিম এ নারী। তবে জীবন সংগ্রামে এ পেশা তার কাছে ছোট নয় বরং অসৎ কাজ অসম্মানের বলে জানান তিনি।

সবিতাসহ এ পেশায় জড়িতদের সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বিদায়ী জেলা প্রশাসক। তবে বর্তমান জেলা প্রশাসক জোহর আলী সেই প্রত্যাশা পুরনে এগিয়ে আসবেন বলে এমনটাই মনে করছেন গত ৮ বছর ধরে স্থানীয় নবগ্রাম হাটের ফুটপাতে বসে পুরাতন জুতা স্যান্ডেল সেলাই করে জীবিকা নির্বাহ করা ২৫ বছর বয়সী এতিম এ নারী সাবিতা। সংসারের সীমাহীন দরিদ্রতায় জীবন সংগ্রাম করে যাচ্ছেন ঝালকাঠি সদর উপজেলার চামটা গ্রামের সবিতা দাস। ১৫ বছর আগে মারা যান বাবা-মা। দরিদ্র ভাইয়ের সংসারে বোঝা না হয়ে বেছে নেন ব্যতিক্রম পেশা মুচির কাজ , ছোট একটি কুঁড়েঘরে বসবাস করেন এই সবিতা রানী । আন্তর্জাতিক নারী দিবস সবিতা রানীর একটাই চাওয়া মাথা গোঁজার মতো একটি ঘর , সবিতা রানী খোলা আকাশের নিচে নবগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে বারো মাস রোদ বৃষ্টিতে ভিজে এভাবে মুচির কাজ করে আসছেন।আন্তর্জাতিক নারী দিবসে এমন নারীদের প্রতি কৃতজ্ঞতা। তুমি নারী হয়েছো বলেই পুরুষ আমি ধন্য আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *