ঢাকা অফিসঃ
নারীর প্রতি সকল প্রকার শোষণ-বৈষম্য রোধ করতে আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন বলে অভিমত প্রকাশ করে বাংলাদেশ মহিলা ন্যাপ আয়োজিত সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের নারী সমাজ বর্তমানে আধনিকতার নামে অনেক বেশী শোষণ আর ভোগের শিকার হয়ে পড়েছে। তাদো জীবনের নিরাপত্তাহীনতাও বাড়ছে।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে’ বাংলাদেশ মহিলা ন্যাপ আয়োজিত আলোচনা সভায় মহিলা ন্যাপ সমন্বয়কারী অধ্যাপিকা শিউলী সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। আলোচনায় অংশ গ্রহন করেন ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, সম্পাদক মাঃ কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল, মহিলা ন্যাপ সমন্বয় কমিটির সদস্য আমেনা খাতুন মনি, এডভোকেট সুলতানা বেগম, ফাতেমা আক্তার লাকি, রিভা আক্তার, সালমা সুলতানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে একত্রে কাজ করতে হবে। নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে নারীর জন্য আরো সুযোগ তৈরি করতে হবে।
তিনি বলেন, আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারী সমাজের অগ্রগতি হলে মানবজাতির সামগ্রিক বিকাশ সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপিকা শিউলী সুলতানা বলেন, নারী সমাজের অশিক্ষার অন্ধকার ঘুচিয়ে শিক্ষার ব্যাপক প্রসারের জন্য অনেক কার্যকর উদ্যোগ গ্রহণ করেছি। ফলে নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নের মূল স্রোতধারায় তাদের সম্পৃক্ত করার কারণে নারীদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠে।