আকতার হোসেন ভূঁইয়া, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।।
নাসিরনগরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মাদ্রাসা ছাত্রী । জানা যায়,
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ১৫ বছরের কিশোরির বিয়ে
দিচ্ছেন দাতঁমন্ডল গ্রামের একরাম উদ্দিন।
তথ্যের বিষটি নিশ্চত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিয়াকত আলী
সংশ্লিষ্ট থানার ওসিকে বিষয়টি অবহিত করলে এসআই সাধন কান্তি মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি টিম আজ মঙ্গলবার দুপুরে বর পক্ষ আসার পূর্বেই ঘটনাস্থলে পৌছায়। পরে বিয়ে বাড়ি থেকে কনে ও তার পিতাকে উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোঃ লিয়াকত আলীর কার্যালয়ে নিয়ে আসেন । কনে
নাজিরা আক্তারের (১৫) পিতা তাইজ উদ্দিন অঙ্গীকার নামায় এই মর্মে স্বাক্ষর প্রদান করেন যে তার মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিবাহের
আয়োজন করবেন না।
প্রসংঙ্গত কনে নাজিরা আক্তার(১৫) দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম
মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। আজ দুপুরে একই উপজেলার নূরপুর গ্রামের তকদির হোসেনের পুত্র বর রাশেদ মিয়া সাথে বিয়ে হওয়ার কথা ছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *