আকতার হোসেন ভূঁইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ।।
নাসিরনগরে এবার কোরবানির পশুর চামড়ার দাম না থাকায় জবাই করা পশুর চামড়া নিয়ে সাধারণ মানুষকে বিপাকে পড়তে দেখা গেছে। ফলে চামড়া পানির দরে বিক্রি হয়েছে । কোরবানি পশুর চামড়ার টাকাকে গরিব-দুঃখী মানুষের হক হিসেবে অভিহিত করা হলেও বাজারে চামড়ার দাম কম, চাহিদাও কম_ এ ধরনের ধুয়ো তুলে দেয়ায় উপজেলার গ্রামে-গঞ্জে চামড়া বিক্রি হয়েছে পানির দরে। আড়তদাররা যে দাম নির্ধারণ করে দিয়েছেন তার চেয়েও কমমূল্যে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন কোরবানিদাতারা। এ কারণে গরিব-দুঃখী মানুষের কপালও পুড়েছে। কোরবানিদাতারা মাত্র দুইশ’ টাকায় ৫০ হাজার টাকার দামের একটি গরুর চামড়া বিক্রি করে দিয়েছেন। গড়ে ৩০০ থেকে ৪০০ টাকার ওপরে কোনো চামড়া বিক্রি হয়নি। আর ছাগলের বড় চামড়া ৫০ থেকে ২০ টাকায় চামড়া কেনা-বেচা হয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন । অনেককে আবার চামড়া বিক্রি করতে না পেরে গর্ত করে মাটি চাপা দিতে দেখা গেছে।