আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পল্লী উন্নয়ন বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদের আয়োজনে দিনব্যাপী গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার অফিসার্স ক্লাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্নার সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,ভাইস চেয়ারম্যান আকতার হোসেন ভুইয়া,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রায়হান উদ্দিন ও স্থানীয় সরকার বিভাগ ও জাইকার প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান।উক্ত প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন সভাপতি ও ম্যানেজার অংশগ্রহন করেন।