আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৬ তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাকসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা সমবায় কর্মকর্তা বেলাল হোসেন,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ প্রমূখ । ফুটবল ফাইলান খেলায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে এছাড়াও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।