আকতার হোসেন ভুইয়া নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥
নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কলেজ,মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রিদের অংশগ্রহনে জাতীয় সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত মঙ্গলবার উপজেলা চেয়ারম্যানের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাকসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার । বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রহিমা বেগম,দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইলিয়াছ মিয়া, প্রধান শিক্ষক আবদুর রহিম,প্রধান শিক্ষক মোঃ শহীদুল হক,কাজী আতাউর রহমান গিলমান,সুপার জাহিরুল ইসলাম প্রমূখ । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শ্রেষ্ট শিক্ষক, শ্রেষ্ট বিদ্যালয় ও শ্রেষ্ট শিক্ষার্থীসহ বিভিন্ন ইভেন্টে ৪১ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ।