আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥
জাইকা ও বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ঝসধঢ় এর আওতায় ঞংং চষধহ বাস্তবায়নে আশা নাসিরনগর অঞ্চলের মাঠ কর্মীদের অংশগ্রহনে দিনব্যাপী কর্মশালা গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আশার আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে সদর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবদুল হকের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সাংবাদিক আকতার হোসেন ভূইয়া, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবদুল হামিদ,প্রদ্যুৎ চন্দ্র দেব,নুরুল আমিন,মোশারফ হোসেন,দেবাংশু তালুকদার ও সুধীন্দ্র দেব প্রমূখ। কর্মশালায় উপজেলার ৭টি ব্রাঞ্চে কর্মরত ৫০ জন বিএম,এবিএম,এলও ও জুনিয়রএলও অংশগ্রহন করেন।