আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় আহত চিনু মিয়া(৫০)নামের এক কৃষক বুধবার গভীর রাতে মারা গেছে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুপুর গ্রামের মাসুক মিয়া ও ফেরদৌস মিয়ার লোকজন মধ্যে পূর্বশত্রুতা চলছিল। পূর্বশত্রুতা জের ধরে দু‘পক্ষেই একাধিক মামলা রয়েছে। এনিয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। ঘটনার দিন সকালে চিনু মিয়া প্রতিপক্ষের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন ফলা দিয়ে তার ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত চিনু মিয়াকে এদিনই ঢাকার একটি বেসবরকারি হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাত ৩ টার দিকে আহত চিনু মিয়া মারা যায়। তিনি রসুপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)মোঃ শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে নাসিরনগর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।