আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ উপ-নিবার্চনে নিবার্চনী তফসিল অনুযায়ী আগামী ১৩ জুলাই ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৩টি ইউনিয়নের সাধারণ সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী গত ১৪ জুন মনোনয়নপত্র বাছাই করা হয়। এত ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হাজ্বী মোঃ ছোয়াব খানের ও গুনিয়াউক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোঃ রহমত আলীর মনোনয়নপত্র বাতিল করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে বিএনপির প্রার্থী হাজ্বী মোঃ ছোয়াব খান ব্রাহ্মণবাড়িয়া জেলা নিবার্চন অফিসার ও আপিল কর্তৃপক্ষের কার্যালয়ে আপিল করেন। উক্ত আপিলের শুনানীতে শেষে আজ রবিবার জেলা নিবার্চন অফিসার ও আপিল কর্তৃপক্ষ মোঃ আলাউদ্দিন আল মামুন ভলাকুট ইউনিয়ন পরিষদ নিবার্চনে বিএনপির প্রার্থী হাজ্বী মোঃ ছোয়াব খানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন। সেই সাথে ওই প্রার্থীকে বৈধ প্রার্থীর তালিকাভুক্ত করার জন্য রিটার্নিং অফিসারকে লিখিতভাবে অবহিত করেন। আগামী ২১ জুন প্রার্থীতা প্রত্যাহার ও ১৩ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ জুয়েলে এক সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদটি ও ধরমন্ডল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সদস্য নাজির মিয়া,গুনিয়াউক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য শহীদ মিয়া ও কুন্ডা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সদস্য মেবারক হোসেনের মুত্যৃতে শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *