সুমন ঘোষ,ময়মনসিংহ প্রতিনিধিঃ
অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন মাত্র ৫২ বছর বয়সী লেগ স্পিনার মারা গেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছে ফক্স ক্রিকেট।
ফক্স জানিয়েছে, ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা অস্ট্রেলিয়া সময় শনিবার জানায়, থাইল্যান্ডে মারা গেছেন ওয়ার্ন।
ধারণা করা হচ্ছে, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘শেনকে অচেতন অবস্থায় তাঁর ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি।
‘পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’
১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন ওয়ার্ন।
প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের পরলোকগত বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।