mail-google

রাজনৈতিক প্রতিবেদকঃ
শুধু নির্বাচন কমিশনই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি নয়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি প্রমান করে সরকারের সদিচ্ছা ছাড়া গ্রহনযোগ্য নির্বাচন সম্ভব নয়। আর বার বার প্রমানিত হয়েছে দলীয় সরকারের অধিনে নির্বাচন গ্রহনযোগ্য হয় না। তাই রাজনৈতিক দলগুলোকে নির্বাচনকালীন সরকারের বিষয়ে ভাবতে হবে।
মঙ্গলবার বিকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র সম্পাদকমন্ডলী ও সহযোগী সংগঠনের যৌথ সভায় উপরোক্ত অভিমত প্রকাশ করা হয়।
ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, মোঃ নুরুল আমান চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য আহসান হাবিব খাজা, মোঃ শহীদুননবী ডাবলু, মোঃ কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, ঢাকা মহানগর সদস্য আবদুল্লাহ আল কাউছারী, বাংলাদেশ যুব ন্যাপ সমন্বয়কারী বাহাদুর শামিম আহমেদ পিন্টু, যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান পলাশ, জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল, যুগ্ম সমন্বয়কারী আলী নূর নাদিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, নতুন নির্বাচন কমিশন জাতির আশাআকাংখা পুরন করতে পারে বলে দেশবাসী মনে করে না। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ ইসি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নির্বাচনকালীন সরকার কেমন হবে সে সিদ্ধান্তে আসাটাও গুরুত্বপূর্ণ। তাই গণতন্ত্রের স্বার্থে দ্রুত এ বিষয়ে দলগুলোর একটা সমাধানে আসা উচিত। এ ক্ষেত্রে সরকারকেই কার্যকর উদ্যোগ নেয়া উচিত। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টির সমাধান হলেই সব দল উৎসবমুখর পরিবেশে নির্বাচনী মাঠে নামবে।
সভা মনে করে সব দলের অংশগ্রহণে একটি অর্থবহ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী দেশের সকল নিবন্ধিত রাজনৈতিকদলগুলোর সমন্বয়ে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহন করবেন।
সভায় ২১ ফেব্রুয়ারী ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ২৫ ফেব্রুয়ারী বিডিআর ট্রাজেডি দিবস স্মরণে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়।
২১ ফেব্রুয়ারীর কর্মসূচী : ভাষা শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৭ ফেব্রুয়ারী জাতীয় ছাত্র কেন্দ্রের আলোচনা সভা, ১৮ ফেব্রুয়ারী বাংলাদেশ যুব ন্যাপ’র আলোচনা সভা, ১৯ ফেব্রুয়ারী বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরীর আলোচনা সভা, ২০ ফেব্রুয়ারী মধ্যরাতে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে দলের জেলা/মহানগর/উপজেলা/থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। এবং বিকালে ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আলোচনা সভা।

২৫ ফেব্রুয়ারীর কর্মসূচী : বিডিআর ট্রাজিডি স্মরণে ২৩ ফেব্রুয়ারী বাংলাদেশ যুব ন্যাপ,র উদ্দোগে আলোচনা সভা, ২৪ ফেব্রুয়ারী জাতীয় শোক দিবস ঘোষনার দাবীতে মানববন্ধন, ২৫ ফেব্রুয়ারী বনানী সেনা কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *