মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজঃ
কুড়িগ্রামে আকস্মিক সফরে এসে, নির্বাচনে যেই হোক, যদি কোন প্রকার সহিংসতার পায়তারা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহনের বার্তা দিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত আইজিপি মো: আব্দুল বাতেন, বিপিএম (বার), পিপিএম।
অতিরিক্ত আইজিপি মহোদয় কুড়িগ্রামে আকস্মিক সফরে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম। পরে তিনি কুড়িগ্রাম সদর, উলিপুর ও রাজারহাটের নির্বাচনে আইন-শৃংখলা বাহিনী মোতায়েনের বিষয়ে বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। নির্বাচনী আইনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি কঠোর হস্তে যথাযথ আইনের প্রয়োগ নিশ্চিত করার নির্দেশনাও দেন।
কুড়িগ্রামে ২য় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কেউ যাতে কোন প্রকার অন্যায় করে পার না পায়, সে ব্যাপের সর্বোচ্চ কঠোর হওয়ার নির্দেশ দেন। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার এডিশনাল আইজিপি মহোদয়কে জানান, বরাবরের ন্যায় এবারেও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে শতভাগ বদ্ধ পরিকর জেলা প্রশাসন ও জেলা পুলিশ।