ঢাকা অফিস:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নির্বাচন কমিশনের পিয়ন থেকে প্রধান পর্যন্ত দুর্নীতিগ্রস্থ। এমন দুর্নীতিগ্রস্থ ইসি পূনর্গঠন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। প্যাড সর্বস্বদেরকে নিবন্ধন দিয়ে আবারো ইসি প্রমাণ করতে যাচ্ছে- নির্বাচন কমিশনের কোন মেরুদণ্ড নেই। আগামীতে লাগাতার আন্দোলন করে ইসি পুর্নগঠনের ডাক দেবে নতুনধারা বাংলাদেশ এনডিবি।
১৬ জুলাই সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘নতুনধারার রাজনীতি বনাম নির্বাচন কমিশনের দুর্নীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা. চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব মনির জামান, বাহাউদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, আফতাব মন্ডল, মামুন রায়হান, লুবনা আক্তার সুমী, মো. বাপ্পী, শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ দেশের রাজনীতিতে নীতি-আদর্শ-সততার স্বাক্ষর রাখার জন্য নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদেরকে ‘মোসাদ’-‘র’সহ সকল দেশী-বিদেশী গোয়েন্দা সংস্থার এজেন্টদেরকে ‘না’ বলে লোভ মোহহীন নতুনধারায় যোগ দেয়ার আহবান জানান।