কবি- নুরে আলম মুকতা

এরকম আমার মতোই অনেক
মানুষ আছে পৃথিবীতে ,
যারা সবাই মৃত্যুকে ভয় পায় ।
মতের বিরুদ্ধে মতবিরোধ
পুষে রাখে চিরকাল ।
শক্তিটুকু কোথায় আর দেখানো
হলো ?
নিস্তেজ যেখানে ,
সেখানেই
বার বার পরাজিত ইচ্ছে
মতো !
বাহু উঁচিয়ে
রমনীয় ধমকেই সারাংশ উগরে
কাবার করেছি জীবন ।
নিজে বাঁচলে বাপের নাম
তো চাচা ?
কাকীদের আর খবর নেয়ার
সময় কই !
আকাশ ভেঙ্গে পড়ুক
কিংবা জোর ভুমিকম্প ,
নিজের দিকে তাকিয়ে
তারপর বাড়ির সবার দিকে
বেশ ত ,
ভালো আছি, সমস্যা নেই ।
চলুন একটু বসি,
রকের আড্ডায় —
ফুঁকতে ফুঁকতে বেশ দার্শনিকগিরি
পারি ।
এ হেন বিষয় নেই
যা জানি না ,
বাড়ির প্ল্যান কিংবা মেয়ের বিয়ে –
কোন মাছ কত রকম করে
খাওয়া যায়
তাও ,
পরামর্শের জন্য টাকা লাগবে
না ।
জাতে মাতাল তালে ঠিক ,
আপনাকে যা দিব
তার অনেক কিছুই
নিই না ।
এখনই রাস্তায় হোঁচট খেয়ে
পড়ে গেলে
দেখবও না ,
ন্যায় নীতি বলব ঢের
তারপরও বলব , আরে যান না ভাই
এত অমানবিক আপনি !
বোবার মত নিশ্চুপ ইশারায়
চোখ খেলে যায় ,
মাথা দুলে
অনেক কিছুই ত চাহনিতে ছিল
নির্বোধ কিংবা বোকার হদ্দ ।
অনেক কথার বিপরীতে
কোন শব্দ আসেনি ঠোঁটে ।
একেবারে চলে গেলে
মনে হয় অনেক কথার একটি অবশিষ্ট
মালা হয়ে গলায় ঝুলবে ,
খুব বেশি হলে মাসখানেক ।
এমন সময় চিৎকার করলেও
তখন আর কেউই বলবে না
কোন অহংকারী শব্দও !
কী আর বলার আছে
বলুন ,
কে শোনে কার কথা ,
কে-ই বা কার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন