foridul-2

মো: ফরিদুল ইসলাম কচাকাটা, কুড়িগ্রাম সংবাদ দাতাঃ
আমাগো দেখার কেউ নাই বাবা, হামরা গরীব মানুষ, হামার পেটে অন্ন বস্ত্র নাই হামার ভিজিএফ কাড নাই ভিজিডি কার্ড নাই, রেশন কাড নাই, বয়স্কভাতা নাই, এবার হামার কেদার ইউনিয়নে লটারীর মাধ্যমে ভিজিডি কার্ড দিছে, হামার ভাগ্যে হই নাই, কাড পাই নাই।
কথা গুলো বলেছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের সাতানা গ্রামের শ্রী কালিচরন শীল,৯৫ ও অত্র গ্রামের প্রবীন মো: সাদেক আলী মিয়া আছমত আলী মিয়া ৮০এদের মত প্রবীন বয়স্ক ভাতা থেকে বঞ্চিত । পরিবারের বাইরে ও প্রবীনরা নানা বঞ্চনার শিকার হয়ে থাকে । কচাকাটা প্রস্তাবিত উপজেলার বিভিন্ন গ্রামে বিভিন্ন স্থানে কয়েকজন প্রবীনের সাথে কথা বলে জানা গেছে, তাদের সমাজিক মুল্যায়ন করা হয় না। হাসপাতালে তাদের জন্য বিশেষ ব্যবস্থা না থাকায় চিকিৎসা নিতে গিয়ে দীর্ঘ সময় দাড়িয়ে থাকতে হয় । যা তাদের কষ্টদায়ক এব্যাপারে জানতে চাইলে কেদার ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের সদস্য মো: আ: হামিদ তিনি বলেন আমরা ওয়ার্ড সদস্য ভিজিএফ কার্ড ভাগে পাই ৫০ থেকে ৬০টা ভিজিডি কার্ড রেশন কার্ড ১৫ থেকে ২০টা কিন্তু চাহিদার চেয়ে অনেক বেশী মানুষের কার্ডের প্রয়োজন। কাকে দেই আর কাকে না দেই ভেবে পাইনা আর একারনেই অনেক সৃময় এলাকার প্রবীনরা এগুলো প্রাপ্য থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে কেদার ইউনিয়নের চেয়ারম্যানকে অবগত করলে তিনি বলেন নাম ঠিকানা নেয়া হয়েছে পরবর্তীতে কার্ড বরাদ্দ পেলে দেয়া হবে। আর বয়স্ক ভাতার সময় এখনো আসেনি যদি সামনে আসে তাহলে তাদের নাম থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *