মো. জহুরুল ইসলাম। নীলফামারী প্রতিনিধি

সামাজিক উন্নয়ন সংস্থা সুবসতি’র কৃষি খামারে রাতের আধারে হামলা করেছে দুবৃত্তরা। সীমানা প্রাচীরের তাড়কাটা কেটে ককটেল সদৃশ্য বস্তু ফাটিয়ে খামারে প্রবেশের চেষ্টা করে তারা। খামারেরে নৈশপ্রহরী আর স্থানীয়রা সজাগ হলে পালিয়ে যায় দুবৃত্তরা।

প্রায় তিন দশক পূর্বে সমাজসেবা ও উন্নয়ন মূলক সংস্থা সুবসতি নীলফামারী জেলার পঞ্চগড়  সীমান্তে ডোমার থানার ভোগডাবুড়ি ইউনিয়নে কৃষি খামার স্থাপন করে।বর্তমানে সেখানে আম,লিচু,ভূট্টা আর বাদাম চাষ হচ্ছে।

গতকাল বুধবার মধ্যরাতে একদল দুবৃত্ত খামারের সীমানা প্রাচীরের তারকাটা কেটে ককটেল সদৃশ বস্তু ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে । ককটেল ফাটার শব্দে স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় দুবৃত্তরা ।

 পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি রামদা আর কেটে রাখা গাছ জব্দ করে।

নৈশ প্রহরী মো. রব্বানী জানান, আমরা পাঁচজন রাতে খামারের ডিউটি করি ।গত রাত ২ টায় হটাৎ বোমার মতো শব্দ হচ্ছিলো । আমরা পাঁচজন একসাথে বের হই সাতে স্থানীয়রা আমাদের সাহায্য করে। দুবৃত্তরা পালিয়ে যায় ।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম জানান , আমরা গতকাল রাতে বিকট শব্দ শুনে খামারে যাই। সেখানে আশেপাশের আরো প্রায় শতাধিক মানুষ জড়ো হয় । আমরা গিয়ে দেখি দুবৃত্তরা পালিয়ে গিয়েছে । ধারণা করা যায় তারা কেন একটি চক্র যারা এই কৃষি খামারটি নিজদের দখলে নিতে চায় ।

সুবসতি’র বিভাগীয় সমন্বয়কারী  মো. সুরুজ্জামান নবান জানান , সুবসতির উন্নয়নমূলক কার্যক্রমের সুনাম ক্ষূন্ন করতে একটি দুষ্টচক্র দির্ঘদিন থেকে মামলা হামলাসহ হয়রানি করে আসছে। তারই ধারাবাহিকতায় গত রাতের হামলা হয়েছে ।তিনি আরো জানান, আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শহীদ তিতুমীর জানান , আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *