মো জহুরুল ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধি

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত চলমান আর্চারী বিশ্বকাপের ফাইনালের স্টেজ টুতে মিশ্র রিকার্ড ইভেন্টে বাংলাদেশ হয়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে বাংলাভিশন টেলিভিশনের নীলফামারীর জেলা প্রতিনিধি ও নীলফামারীর সদর পাইকপাড়া মধ্য হাড়োয়ার বাসিন্দা সাংবাদিক নুর আলম সিদ্দিকী ও শাহনাজ বেগমের একমাত্র মেয়ে দিয়া সিদ্দিকী ও তার সহযোগী রোমান সানা।

দিয়া সিদ্দিকী নীলফামারীর আনন্দ শিক্ষক নিকেতন স্কুলে লেখাপড়ার পাশাপাশি এই আর্চারী খেলা করতেন ।

পরবর্তীতে দিয়া সিদ্দিকী বিকেএসপিতে ভর্তি হয়ে কঠোর প্রশিক্ষণ নিয়ে এই আর্চারী বিশ্বকাপের ফাইনালে ওঠেছে এবং বর্তমানে দিয়া সিদ্দিকী ঐ প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীতে পড়াশোনা করছে।

আর্চারী বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য কঠোর লড়াই করে কানাডাকে ৫-৩ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন দিয়া রোমান সানা ।

দিয়া চিরতরে গত ২০১৯ সালে ইসলামী সরিডারিটি আন্তর্জাতিক আর্চারীতে প্রথম স্বর্ণ পদক জয় করেন।

এবিষয়ে দিয়া সিদ্দিকীর বাবা বলেন দিয়া বাংলাদেশের হয়ে আর্চারী বিশ্বকাপের ফাইনালে ওঠার জন্য পুরো বাংলাদেশ আজ গর্বিত ।

দিয়া ও রোমান সানা যেন বাংলাদেশের হয়ে সোনা জিততে পারে সেজন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন