মো জহুরুল ইসলাম।,নীলফামারী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে বন্যার্ত পানিবন্দি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এ সময় প্রধান অতিথি বলেন, “যে কোনো দুর্যোগে জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকে। গণমানুষের প্রিয় সংগঠন জামায়াত সকল দুর্যোগে সাধ্যানুযায়ী ত্রাণ সহায়তা নিয়ে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে আমরা বানভাসী মানুষের পাশে এসেছি।
আর্ত-পীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ। তাই সমাজের বিত্তশালী ও হৃদয়বান সকল মানুষের উচিত দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসা। জামায়াতে ইসলামী সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জামায়াতে ইসলামী সমাজের সকল মানুষের সুখে-দুখে পাশে থাকবে ইনশাআল্লাহ।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা সহকারী সেক্রেটারি জনাব আনোয়ারুল ইসলাম, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ছাদের হোসেন, উপজেলা সেক্রেটারি মোঃ কামারুজ্জামান, জলঢাকা উপজেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক ওমর ফারুক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক মুজাহিদ মাসুম, ছাত্রশিবির জলঢাকা উপজেলা সভাপতি মোঃ হাবিবুর রহমান সহ ইউনিয়ন শাখা জামায়াতের নেতৃবৃন্দ।
এসময় জলঢাকা উপজেলার শৌলমারী উত্তর, শৌলমারী দক্ষিণ, কৈমারী ইউনিয়নের বন্যাকবলিত একশত পরিবারের মাঝে চাল, আলু, তেল, ডাল, লবন বিতরণ করা হয়।