বিনোদন প্রতিনিধিঃ

এক বছর পর স্টেজশোতে নাচ নিয়ে ফিরছেন নন্দিত অভিনেত্রী নাদিয়া আহমেদ। নাদিয়া জানান, আগামী ৮ মার্চ তিনি মাছরাঙা টিভির একটি স্টেজশোতে এবং গাজীপুরের একটি স্টেজশোতে নৃত্য পরিবেশন করবেন। এ ছাড়াও আগামী ১৩, ২২ এবং ২৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তিনি স্টেজশোতে নৃত্য পরিবেশন করবেন। নাদিয়া আহমেদ বলেন, ‘পুরো একটি বছর পর স্টেজশোতে নাচব।

তাই মন থেকে সত্যিই ভীষণ ভালো লাগছে। কারণ আমি তো মনেপ্রাণে একজন নৃত্যশিল্পী। যদিও আমার পেশা অভিনয়, কিন্তু নাচতেই আমার বেশি ভালো লাগে। যে কারণে নাটকের সিডিউল যদি আগে না দেওয়া থাকে তাহলে নাচের কোনো অনুষ্ঠানের প্রস্তাব এলে আমি তাই করার চেষ্টা করি।

এ কারণেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং নারী দিবস উপলক্ষে আমি পাঁচটি স্টেজশোতে নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা চূড়ান্ত করেছি। হয়তো এরমধ্যে আরও শোর প্রস্তাব আসতে পারে। যদি আসে, তবে সিডিউল ম্যানেজ করে যদি করা যায় তাহলে সেগুলোতেও অংশগ্রহণ করার চেষ্টা করব।’ এদিকে গতকাল নাদিয়া আহমেদ রাজধানীর অদূরে তিন শ ফুটে নাগরিক টিভিতে প্রচার চলতি ‘বউ বিরোধ’ নাটকের শুটিংয়ে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন