অরুণ কুমার চক্রবর্তী
মনে কী পড়ে না, প্রেম,
অগোছালো স্বপ্নাদ্য মাদুলি শেষমেষ সারবস্তু হলো….??
মেধা -বুদ্ধি-যুক্তির হাতুড়ি কাস্তে, তারা বিশ্বাস ভাঙতে ভাঙতে আর কতো দূর নিয়ে যাবে বলো…???
বিশ্বাসভঙ্গের দায় কোনোদিন কেউই নেবে না, অথচ ভাঙবে,
ভেঙে ভেঙে গুঁড়ো করে ফুৎকারে সুদূর ওড়াবে,
কতো যুদ্ধ রক্তপাত, হীন আগ্রসন, তীব্র ছলাকলা, কালো রাজনীতি, তবুও তো ভারতভূমি হারালো না একদিনও, টিকে গেলো,
পাথরে সিঁদুর লেপে, ঘাসপাতা শেকড়বাকড় চিবিয়ে, ঘুষি নয়, দুটো হাত আকাশে তুলে, সূর্য প্রণাম করে টিকে গেলো, ফসিল হলো না,
চারদিকে ছড়ানো
অরণ্য-পাহাড়-সাগর-ঘাসবন- নদী, চিরকাঙ্খিত দেবতার দল আজও বলে যায়, থাকো থাকো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো, দেবতা ও দেবী হয়ে থাকো, প্রেমে থাকো সুহৃদ সুজন….