ঢাকা ব্যুরো
আজ শনিবার বিকাল ৪টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে বিশাল মানববন্ধন করেছে বৃহত্তর নোয়াখালীবাসীরা। এতে বক্তরা আগামী ৭ দিনের মধ্যে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানিয়ে আল্টিমেটাম প্রদান করেন। অন্যথায় ঢাকামুখী লং মার্চসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়। ঢাকাস্থ নোয়াখালী স্টুডেন্ট ফোরামের সভাপতি আরেফিন জুবায়েরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী প্রতিদিনের সম্পাদক রফিকুল আনোয়ার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেনÑ উন্নয়ন গবেষক আব্দুল্লাহ আল মামুন, রাসেল গাজী, তুহিন, সোহেল, নাট্যকার জাকের চৌধুরী, সাইফুল ইসলাম, আমরা নোয়াখালীর আহ্বায়ক ফুয়াদ আহমেদ, পল্টন থানার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ঢাকাস্থ ছাতারপাইয়া ইউনিয়ন ফোরামের উদ্যোক্তা মোঃ গিয়াস উদ্দিন হৃদয়, ঢাকাস্থ স্টুডেন্ট ফোরামের সহ-সভাপতি রিপন সালাহউদ্দিন। সভায় বক্তব্যরা আরো বলেন বাংলাদেশের পূঞ্চাচলে অবস্থিত ১৮২১ সালে সৃষ্পট প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলার নাম নোয়াখালী। এ জেলায় জন্মেছেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শাহাদাত বরণকারী সেনানী বীরশ্রেষ্ঠ রহুল আমিনসহ অনেক ব্যক্তিত্ব, যারা নিজ কর্মে কীর্তিমান। একদা নোয়াখালী জেলায় অহিংসারবাণী নিয়ে এসেছিলেন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী এবং এই জেলারই সোনাইমুড়ীর জয়াগে রয়েছে গান্ধীজির স্মৃতি বিজড়িত বিখ্যাত গান্ধী আশ্রম। বৃহত্তর নোয়াখালীর প্রায় ৮০ লক্ষ মানুষের প্রাণের দাবি হচ্ছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নোয়াখালী বিভাগ গঠন। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলার মানুষের সংস্কৃতি, কৃষি ও যাতায়াত সুবিধা বিবেচনা করে নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠা করলে অত্র অঞ্চলের প্রায় পৌণে দুই কোটি মানুষের চাকুরি, ব্যবসা-বাণিজ্য, প্রশাসনিক কার্যক্রম অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *