মারুফ সরকার,ঢাকা :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মাঝি হতে অন্যান্য ইউনিয়নের মতো ১ নং ভদ্রঘাট ইউনিয়নে তৎপর সম্ভাব্য সব প্রার্থীরা। ইতিমধ্যে নৌকার মাঝি হতে ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও কামারখন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সর্বকনিষ্ট প্রার্থী মো: সম্রাট বিপ্লব খান রাজিবের জন্য তৃণমূলে দাবি উঠেছে।

এদিকে রাজিব নৌকার মাঝি হতে দীর্ঘদিন ধরে ইউনিয়নের সর্বত্র গণসংযোগ পথসভা ও ঘরে ঘরে গিয়ে শুভেচ্ছা বিনময় করছেন। তার গণসংযোগ পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের ফলে চতুর্দিক থেকে দাবী ওঠেছে নৌকার মাঝি হতে।

তৃণমূলের নেতাকর্মীরা দাবী তুলেছেন, নৌকার প্রতীক যেন রাজিবকেই দেয়া হয়। এজন্যে তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করছেন।

রাজিব বলেন, নৌকাই আমার ঠিকানা, নৌকা যার আমি তার। আমি নৌকা পেলে নিশ্চিত জয়লাভ করব। আর যদি নৌকা প্রতীক নাও পাই যাকেই নৌকা প্রতীক দেয়া হয় তার পক্ষেই কাজ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *