পঞ্চগড় প্রতিনিধি ;-
পঞ্চগড়ের কাজলদিঘি শ্রী শ্রী মদ্ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজের ১১০ তম শুভ আবির্ভাব তিথি শ্রী শ্রী গুরু পূজা মহোৎসব
উদযাপন করা হয়েছে।

বুধবার ১২ এপ্রিল সকালে কাজলদিঘি বোদা উপজেলার বানিয়াপাড়া শ্রী শ্রী নৃসিংহ মন্দির মাঠ কালিয়াগঞ্জ প্রতিবছরেই দুইদিন এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মঠাচার্য্য শ্রী শ্রী গৌর সারস্বতসস্ত গৌড়ীয় মঠ, শ্রীধাম মায়াপুর নদীয়া, ছ্যাকাটি চাঁদপাড়া শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠ,বি,এম,পল্লী, উত্তর ২৪ পরগনা পশ্চিমবঙ্গ ভারত, শ্রী শ্রী গৌর সারস্বত গৌড়ীয় মঠ,বড়দিয়া নড়াইল, ত্রিদন্ডী স্বামী শ্রী শ্রী দম্ভক্তি স্বরূপ সজ্জন গোস্বামী মহারাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিদন্ডী স্বামী শ্রী শ্রী মদ্ভক্তি বৈভব মহারাজ,
ত্রিদন্ডী স্বামী মদ্ভক্তি কেবল মধুসূদন মহারাজ, ত্রিদন্ডী স্বামী শ্রী শ্রী মদ্ভক্তি বল্লভ আচায্য মহারাজ, ত্রিদন্ডী স্বামী শ্রী শ্রী মদ্ভক্তি স্বরুপ পদ্মনাভ মহারাজ, ত্রিদন্ডী স্বামী শ্রী শ্রী দম্ভক্তি প্রসূন বৈষ্ঞব মহারাজ,

উক্ত অনুষ্ঠানের সভাপতি করেন, সভাপতি শ্রী নৃসিংহ মন্দির বানিয়াপাড়া শ্রীপাদ জয় গোবিন্দ বাসাধিকারী, অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক নৃসিংহ মন্দির বানিয়াপাড়া করুণ চন্দ্র রায় ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার ও বোদা থানার অফিসার ইনচার্জ সুজন কুমার রায় সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটিতে নিরামিষ, সয়াবিন রসা, ডাল, সবজি, ভাত, ও মিষ্টান্নসহ আনুমানিক প্রায় ১০৮ প্রকারের খাবারের আইটেম ছিল।

অনুষ্ঠানে হাজারো লোকের ভীড় ছিলো এবং শৃঙ্খলা বাহিনীর টহল ও ছিলো চোখে পড়ার মতো।
হিন্দু সম্প্রদায়ের এই অনুষ্ঠানটি চলছে টানা দুদিন যাবত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *