মোঃখলিলুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা টু দশমিনার সংযোগ সেতুর দুই পাশের উপর দিয়ে কৃত্রিম ঝুকিপূর্ন সিড়ি তৈরী করে জনসাধারণ পারাপার করছে, যা যে কোন সময়ে ঘটে যেতে পারে বড় ধড়নের দূর্ঘটনা। সরজমিনে শনিবার ১১ মার্চ ২০১৭ ইং সকাল থেকে’ই দেখা যায়, ছোট ছোট স্কুল গামি ছাত্র- ছাত্রী, বৃদ্ধ সহ জীবনের ঝুকি নিয়ে প্রায় ২৮ ফুট উচ্চতার উপর দিয়ে কৃত্রিম সিড়ি দিয়ে এপা থেকে ওপার যাতায়াত করছে, যা সম্পুর্ন অনিয়োম। স্থানীয় সূত্রে জানা যায়, দশমিনা উপজেলা রনগোপালদী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের লেবার সরদার বাবুল ফরাজী সরকারী দলের নাম ব্যাবহার করে এধরনের ঝুকিপুর্ন কৃত্রিম সিড়ি দিয়ে জনসাধারণ পারাপার করছে বলে সূত্রে জানা যায়, এবিষয়ে বাবুল ফরাজীর সাথে কথা হলে তিনি প্রতিবেদককে জানান, আসলে স্থানীয় সুত্রে যা জেনেছেন, তা সম্পুর্ন মিথ্যে, ঘটনা হলো, ব্রীজ নির্মানের সার্থে দুই পাসের মাটি ভরাটের কাজের জন্য লেবার’রা এ কৃত্রিম সিড়ি ব্যাবহার করছে, তা ছারা প্রয়োজনে কৃত্রিম সিড়ি সরিয়ে নেয়া হবে। এ বিষয়ে গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা খান ও রনগোপালদী ইউপি চেয়ারম্যান মু. জাকির হোসেন প্রতিবেদককে জানান, এভাবে কৃত্রিম সিড়ি ব্যাবহার করা সত্যি’ই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতপারে, বিষয়টি ব্রীজ নির্মান প্রতিষ্ঠান কতৃপক্ষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার এর জন্য কতৃপক্ষ দায়ী বলে আমরা মনে করছি। অন্য দিকে দশমিনা উপজেলা অনির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেইন প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছেন বলে প্রতিবেদককে জানান।