সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পত্নীতলা উপজেলার ২ নং নিরমইল ইউনিয়ন আওয়ামীলীগের সম্মলেন উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের চলছে ব্যপক প্রচার প্রচারনা । সম্মেলন কে কেন্দ্র করে গ্রামে গ্রামে চলছে বিভিন্ন পদ প্রত্যাশি প্রার্থীদের নানা রকমের কর্মসূচী ও আলোচনা। এর মধ্যে ইউনিয়নে অন্যতম আওয়ামীলীগের সভাপতি পদ প্রার্থী শামিনুজ্জান (শামিম)।
জন জরিপে জানা যায়, নির্মইল ইউনিয়নে সভাপতি পদে ৩ জনের নাম শুনা যাচ্ছে। যার মধ্যে অন্যতম নির্মইল ইউনিয়নের ফোকন্দা গ্রামের বেড়ে উঠা তরুন উদীয়মান নেতা শামিনুজ্জান (শামিম) । তার পরিবার সূত্রেই আওয়ামীলীগের রাজনীতিতে আগমন। শামিম বিভিন্ন সামাজিক সংগঠনে সততা ও নিষ্ঠার সহিত নের্তৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি শ্রমিক সংগঠক হিসাবে সাপাহার উপজেলায় নের্তৃত্ব দানে ব্যপক আলোচিত।
একান্ত সাক্ষাতকারে শামিম সাংবাদিকদের জানান, আমি বিগত জামাত বিএনপি জোট সরকারের আমলে মিথ্যা মামলা হামলা সহ বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছি। বর্তমানে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে কিছু সুবিধাভোগি হাইব্রিট দলে আর্বিভাব ঘটে। যারা আওয়ামীলীগ লেবাস ব্যবহার করে নানা প্রকার অনিয়ম দূর্নিতি করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলছে, দিনের পর দিন এসব দলীয় লেবাস ব্যবহাকারীদের রুখতে আমাকে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হিসাবে দেখতে চায় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ এলাকার সাধারন জনগন।