রংপুর প্রতিনিধি.
সিরাজগঞ্জ শাহাজাদপুর সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে রংপুর সমকাল প্রতিনিধির আহবানে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। গতকাল শনিবার সকালে আব্দুল হাকিম শিমুল নিহতের প্রতিবাদে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী চলাকালে স্থানীয় একটি পরিবর্তন চাই সংগঠনের উশৃঙ্খলা নেতারা নিহত সাংবাদিকের নামে ও রংপুরের সাংবাদিকদের নামেও তিস্কার, তাচ্ছিল করার প্রতিবাদে রংপুরের কর্মরত সকল সাংবাদিক, ফটোসাংবাদিক, টেলিভিশিন সাংবাদিক ও ক্যামেরা পার্সন ওই সংগঠনের ছবি ও খবর বয়কোট করার সিদ্ধান্ত গ্রহণ করে। একই সময়ে প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করে। যে পরিবর্তন চাই এর সংগঠনের কোন ধরনের ছবি সংবাদ জাতীয়, স্থানীয় ও টেলিভিশন চ্যানেলে খবর ও ছবি প্রকাশ থেকে সকল সাংবাদিকদেরকে বিরোধ থাকার আহবান জানানো হয়। এসময় বয়কোটকারীদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ টেলিভিশন রংপুর প্রতিনিধি ও দৈনিক বায়ান্নার আলোর নির্বাহী সম্পাদক আলী আশরাফ, একুশে টিভি রংপুর প্রতিনিধি ও দৈনিক সংবাদ রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল, ভোরের ডাক পত্রিকা রংপুর প্রতিনিধি ও মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, দৈনিক প্রথম খবরের বার্তা সম্পাদক তৈহিদুল ইসলাম বাবলা, দৈনিক সমকাল রংপুর প্রতিনিধি ইকবাল হোসেন, এন টিভির রংপুর প্রতিনিধি এ,কে,এম ময়নুল ইসলাম, টুয়েন্টি ফোর এর স্টাফ রির্পোটার নাজমুল ইসলাম নিশাত, দৈনিক দাবানল এর স্টাফ রির্পোটার ফরাদুজ্জামান ফারুক ও স্টাফ রির্পোটার হারুনুর রশিদ সোহেল, ক্যামেরা পার্সন শরিফ হোসেন, প্রথম আলোর ফটো সাংবাদিক ময়নুল ইসলাম, রংপুর ৭১ টেলিভিশনে ক্যামেরা পার্সন শাহীন, ইনডিপিডেন্ট টিভি’র রংপুর প্রতিনিধি নজরুল ইসলাম রাজু, রংপুর চিত্রের সিনিয়র স্টাফ রির্পোটার জিতু কবির, দৈনিক মানবকণ্ঠ রংপুর প্রতিনিধি মখদুমি, রংপুর ফটো জানালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও দৈনিক পরিবেশের স্টাফ ফাটো সাংবাদিক মমিনুল ইসলাম রিপন, সহ-সভাপতি এম মিরু সরকার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আফজাল, ক্রীড়া সম্পাদক আলী হায়দার রনি, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান আরমান, খোলা কাগজ ফটোসাংবাদিক আফতাবুজ্জামান হিরু, উত্তর বাংলা ডট কম ফটো সাংবাদিক রনজিৎ কুমার রায়, প্রথম খবর মাহিগঞ্জ প্রতিনিধি সেলিম, চ্যানেল আই ক্যামেরা পার্সন সুমন, হাসান ফরহাদ, এস.এ টিভির ক্যামেরা পার্সন মহসিন আলী, ভোরের দর্পণ রংপুর প্রতিনিধি রবিউল ইসলাম দুখু, প্রথম খবরের ফটো সাংবাদিক মোজাহেদুল ইসলাম হিমেল, চ্যানেল এস রংপুর প্রতিনিধি বাবু প্রমুখ।