আবু বক্কর সিদ্দিক,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়িতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে রিয়ন মণ্ডল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বৃস্পতিবার রাত ৮ সাড়ে টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আব্দুল আহাদ মন্ডলের ছেলে রিয়ন নিজ ঘরেই এ দুর্ঘটনার শিকার হন। তিনি ঘরের স্লিং ফ্যান মেরামত শেষে বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতা বশতঃ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *