নিজস্ব প্রতিবেদকঃ শেখ মোঃ সাইফুল ইসলাম।
গাইবান্ধা জেলার পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমীর আয়োজনে পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি প্রমীলা ফুটবল ম্যাচ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।
আজ শক্রবার বিকালে পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমীর সভাপতি আলহাজ্ব হামিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরুজ হক লিটনের পরিচালনায় প্রীতি ফুটবল ম্যাচর উদ্বোধন ও পুরস্কার বিতরণ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা জেলা ফুটবল প্লেয়ার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লুলু, পুজা উৎযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার মিত্র, উপজেলা যুবলীগের সভাপতি রাসেল মাহমুদ তাপসসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রীতি ম্যাচে প্রতিযোগীতায় জয়পুর হাট জেলার পাচবিবি ফুটবল একাডেমী বনাম স্বাগতিক পলাশবাড়ী ফুটবল কোচিং একাডেমীকে ২-১ গোলে পরাজিত করে চ্যাপিয়ন হয় পাচবিবি ফুটবল একাডেমী।
শেষে বিজয়ীদের মাঝে পরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দুগণ।