ঝালকাঠি প্রতিনিধি :
ভারতের পশ্চীম বঙ্গে বসবাসরত এক সময়ের ঝালকাঠিবাসীদের নিয়ে বারাসাতের বিদ্যাসাগর মিলনায়তনে রোববার অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠি সম্মিলনী। ১৬ তম মহামিলন উৎসবে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আনোয়ার হোসেন পান্না। সকাল ১১ টায় প্রদীপ জ্বালিয়ে সম্মিলনীর উদ্বোধন করেন বিশ্বনাথ চক্রবর্ত্তী। সম্মিলনীর কার্য্যকরী কমিটির সভাপতি ননী গোপাল দত্তর সভাপতিত্বে সম্মলনীতে স্বাগত বক্তা ছিলেন সম্মিলনীর সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গৌর নিতাই সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি ধানসিড়ি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম মাসুম, ঝালকাঠি পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল শরীফ, ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি এডভোকেট আককাস সিকদার, রাজাপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ড. কামরুন্নেছা আজাদ, ঝালকাঠি প্রথমআলোর প্রতিনিধি এডভোকেট মাহমুদুর রহমান পারভেজ, দেশরূপান্তর প্রতিনিধি মোঃ মঈনুল হক লিপু, ঝালকাঠি দলিল লেখক সমিতির সভাপতি প্রশান্ত কুমার মন্ডল, সুমন তালুকদার, সুবিমল হালদার ও উদয় শংকর। আরও উপস্থিত ছিলেন, চৌধুরী আবুল কালাম আজাদ, মিরা মাসুম, এডভোকেট অসীম কুমার সাহা, তাপস কুমার সাহা, পরিমলেন্দু বিকাশ রায়, চঞ্চল দেবনাথ।