ফারহানা আক্তার,,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে পল্লী সড়ক ও কালর্ভাট মেরামত ও সংর¶ণ প্রকল্পের আওতায় প্রায়
১ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে পাঁচবিবি- শালাইপুর আরএইচডি রাস্তা পূর্ণবাসন কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পৌরসভার তিনমাথা মোড় হতে ১নং রেল গেট পর্যন্ত ৪৪৫ মিটার রাস্তায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ১নং রেল গেট এলাকায় এ কাজের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য
ও সরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি।
এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল,সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে আব্দুল হক, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ফকির, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুলসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মিরা।