ফারহানা আক্তার,,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির রতনপুর উচ্চ বিদ্যালয়ের দ্বিতল একাডেমি ভবনের উদ্বোধন করা হয়। জয়পুরহাট জেলা শিক্ষা অধিদপ্তরের অধিনে প্রায় কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের একাডেমি ভবনের কাজটি সম্পর্ূন হবে। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের সভাপতি ও ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম দুদু।
এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী মুনিরুজ্জামান মনির, সহকারি প্রকৌশলী বায়েজীদ বোস্তামী, সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডল, ধরঞ্জী ইউনিয়ন আ.লীগ সভাপতি খবির উদ্দিন মন্ডল, সম্পাদক মমতাজুর রহমান ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফজলে এলাহীসহ শিক্ষক/শিক্ষার্থীরা।