ফারহানা আক্তার সজয়পুরহাট প্রতিনিধিঃ

প্রায় ২ কোটি টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়নের চকস্মসের থেকে চাঁদপুর তিনমাথা পর্যন্ত সাড়ে ৭ কিঃমিঃ খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সাংসদ এ্যাড. সামছুল আলম দুদু। বর্ষাকালে কৃষকের জমির অতিরিক্ত পানি দ্রæত নিঃস্কাশনের লক্ষে শেকটা চকসমশের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগের সার্বিক সহযোগিতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

শনিবার দুপুরে বাগজানা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সমিতির সভাপতি কাওছার আলী মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরমান হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর, জেলা প্রকৌশলী আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, বাগজানা ইউপির সাবেক চেয়ারম্যান জামাত আলী মন্ডল সহ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন