ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার চৌরা কেশবপুর এলাকা থেকে নিজ বাড়ির আঙিনায় গাঁজা চাষের অপরাধে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৮ ফুট উচ্চতার ২২ কেজি ওজনের ৩টি কাঁচা গাঁজার গাছ উদ্ধার হয়। শনিবার ভোর রাতে উপজেলার চৌরা কেশবপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চৌরা কেশবপুর গ্রামের রবিউল ইসলাম ৪৫ ও তাঁর ছেলে মুরাদ হোসেন ২৫। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব জানান সীমান্তবর্তী চৌরা কেশবপুর গ্রামের রবিউল ইসলাম নামে এক ব্যাক্তি নিজ বাড়ির আঙিনায় গাঁজার গাছ লাগিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার ও বাবা-ছেলেকে আটক করা হয়। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান।