ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের বিন্নিপাড়া গ্রামে দিনদুপুরে সাংবাদিক গোলাপ হোসেনের বাড়িতে হামলা, ভাংচুর ও তাঁর স্ত্রী-সন্তানকে মারধর করেছে প্রতিপক্ষরা। গত ৫ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগি বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন, মোঃ কামরুল হোসেন (৩০), মোঃ জাহিদুল ইসলাম (৪০), মোঃ ইয়ামিন (৩২), আইয়ুব আলী (৪৬), জাহিদ হোসেন (২০), মোঃ ইউনুস (২৮), পাপরুল ইসলাম (৩৫) ও মোঃ শরিফুল ইসলাম (২৮)।
মামলার বিবরণে জানা গেছে, সাংবাদিক গোলাপের ইটের বাড়ি নির্মানের জন্য ১নং ও ৪নং আসামীকে কন্টাক্ট দেয়। তারা কাজটি সম্পুর্ণ করিলে তিনি টাকা বুঝে দেন। এর পরেও আসামীরা অস্ত্রসস্ত্র নিয়ে গত ৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে তার বাড়িতে হামলা ও ভাংচুর করে ২ লাখ টাকার ক্ষতি করে। এসময় বাড়িতে থাকা তার ১ম ছেলে প্রিন্স হাবিব মিম ও স্ত্রী মেরিনা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারপিট করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামীরা তার ঘরে ঢুকে ৫০ হাজার টাকা, স্বর্ণের চেন ও একটি সাইকেল লুট করে নিয়ে যায়। সে সময় বিভিন্ন হুমকি দিয়ে তারা চলে যায়। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় প্রিন্স হাবিব মিমকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ মামলার বাদি দৈনিক আমার সংবাদ পত্রিকা ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক গোলাপ হোসেন বলেন, আমার বাড়িতে ঢুকে আমার স্ত্রী সন্তানের উপর হামলার ও লুটপাটকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।