ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আগামীকাল ১০ বছর পর আ.লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল উপলক্ষে পুরো উপজেলায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম কামাল হোসেন, সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে।
গত কয়েকবার কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বিভিন্ন সমস্যার কারণে তা সম্ভব হয়নি। ৩৪১ জন কাউন্সিলারা এবার আগামী ৩ বছরের জন্য প্রতিনিধি নির্বাচন করবেন। সভাপতি পদে ৫ জনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন বর্তমান সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, বর্তমান সহ-সভাপতি মিজানুর রহমান, বর্তমান সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী মাসুদা বেগম ঝর্ণা ও আ.লীগ নেতা আবু তালেব চৌধুরী বাবু। সম্পাদক পদে শুধুমাত্র এখন পর্যন্ত ১ জনের নাম শোনা যাচ্ছে। তিনি হলেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন। মঙ্গলবার বেলা ১১টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়াম অনুষ্ঠিত হবে।