ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২ নং ধরঞ্জী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আসন্ন ৫ই জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী খাইরুল ইসলাম (৫২)হৃদযন্ত্র ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্নালিল্লাহির রাজেউন। তিনি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামের মৃত ছবির উদ্দিন মন্ডলের পুত্র। আজ শনিবার বেলা ১২ টায় তিনি ইন্তেকাল করেন।
জানা যায়, সকালে অসুস্থবোধ করায় তিনি নিজে পাঁচবিবিতে ডাক্তারের নিকট চেকআপ করার জন্য যান। কিন্তুু সেখানে মাথা ঘুরে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।
উল্লেখ যে তিনি পঞ্চম ধাপের পাঁচবিবি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধরঞ্জী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন। গত ১৪ তারিখে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে বৈধ প্রার্থী হিসাবে মনোনীত হন। আগামী ২০ তারিখে প্রতীক বরাদ্দ দিন ধার্য্য ছিল। কিন্তুু প্রতীক বরাদ্দের একদিন আগেই তিনি মৃত্যুবরণ করলেন।