ফারহানা আক্তার,, জয়পুরহাটপ্রতিনিধি:

আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না-এই প্রতিজ্ঞাকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে সারা দেশের ন্যায় পাঁচবিবি উপজেলায় ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন আধাপাকা বাড়ি পরিদর্শন করলেন প্রধান অতিথি রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার এনডিসি জে,এস,এম জাফর উল্লাহ। আজ ২৩ জুন বৃহস্পতিবার পরিদর্শনের সময় বিশেষ অতিথি হিসাবে তার সফরসঙ্গী ছিলেন,জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মো:বরমান হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা প্রকৌশলী অলিউল্লাহ শেখ, থানা পুলিশের অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, পিআইও নূর এ শেফা সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। উল্লেখ্য, ভূমিহীন গরীব দুখী মেহনতী মানুষের জন্য তৃতীয় পর্যায়ে তৃতীয় ধাপে পাঁচবিবি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে নির্মাণাধীন ৫৪টি বাসগৃহ পরিদর্শন করেন প্রধান অতিথি। সেই সাথে ভূমিহীন গৃহবাসীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন