ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি ঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেঁষা আগামী ধরঞ্জী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী পুলিশের হাতে ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছে। নির্বাচনে মেম্বার পদে জয়লাভের আশায় সে নির্বাচনী এলাকা ৪নং ওয়ার্ডের ভোটারদের দোয়া ও আর্শ্বিাদ চেয়ে পোষ্টার লাগায়। তিনি উপজেলার ধরঞ্জী গ্রামের আতোয়ার মন্ডলের ছেলে খুরশিদ আলম। শুক্রবার গভীররাতে থানা পুলিশ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, গত শুক্রবার রাতে উপজেলার ধরঞ্জী-কড়িয়া পাকা রাস্তার ধারে ইয়াবাগুলো বিক্রয়ের উদ্যেসে সে অপেক্ষা করছে। এমন গোপন সংবাদে থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করে। মাদক মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।