ফারহানা আক্তার জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের বাজারের বিভিন্ন ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট জেলা ঔষধ তত্বাবধায়ক (ড্রাগ সুপার) মোকছেদুল আমিনও পাঁচবিবির সহকারী (ভূমি) কমিশনার এম,এম আশিক রেজা এই করোনা মহামারীর মধ্যেও নিজের জীবনের ঝুকি নিয়ে রাত দিন ৮টি ইউনিয়ন সহ পৌর শহরের বাজার ঘাট, দোকানপাট মানুষের চলাচলের ব্যবস্থা সব কিছু সহনীয় রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪টি দোকানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় উপস্থি ছিলেন পাঁচবিবি থানার এ,এস আই আক্তার হোসেন সহ পুলিশের একটি চৌকশ দল।